মোঃ- সৈকত সরকার
(বিশেষ প্রতিবেদক),চান্দিনা,কুমিল্লা।
আজ বিকাল আনুমানিক চার ঘটিকার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকাগামী এক প্রাইভেটকার ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাক প্রতিবন্ধী পথচারী মহিলা নিহত হয়েছে এবং বাই সাইকেল আরোহী গুরুতর ভাবে আহত হয়েছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে যে বাই সাইকেল আরোহী চান্দিনা পৌরসভাধীন ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা, মোঃ- শাহ-আলম নামের একজন টং দোকানদার চা,পান ইত্যাদি বিক্র করেন।
তাকে ঘটনা স্থল থেকে হসপিটালে উদ্দেশ্যে পাঠানো হয়েছে।তিনি বর্তমানে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অন্য দিকে দূর্ঘটনা স্থলের উৎসুক জনগন দূর্ঘটনার বিষয়টি পুলিশকে অবিহিত করে এবং পুলিশ ঘটনা স্থলে পৌঁছে উক্ত বিষয়টি নিয়ে উৎসুক জনগন থেকে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দূর্ঘটনার বিষয়টি সম্পর্কে যানার চেষ্টা করেছে এবং বাক প্রতিবন্ধী নিহত ঐ পথচারী মহিলার পরিচয় সনাক্তকরণে ও পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। দূর্ঘটনার সাথে সাথে ঘাতক প্রাইভেটকার চালক প্রাইভেটকার ঘটনা স্থলে ফেলে রেখে পালিয়ে গেছে।
দূর্ঘটনা কবলিত ঐ প্রাইভেটকারে নাম্বার, ঢাকা মেট্রো খ ১৩-২৫৯০
Leave a Reply