নিজস্ব প্রতিবেদক ;
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে আনিছুর রহমান চৌধুরী কামাল নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
আনিছুর রহমান উপজেলার পুটিজুরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বৈদ্যুতিক পাখা) ছিলেন। রাজসুরত গ্রামের দেওয়ান আলফু মিয়ার ছেলে তিনি।
স্থানীয়রা জানায়, রবিবার রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুটিজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ছাদেকুর রহমান বলেন, নির্বাচনের কয়েক ঘণ্টা আগে প্রার্থীর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি দুঃখজনক..!
Leave a Reply