নিজস্ব প্রতিবেদক ;
ব্যবসায়ী ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস্ম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত (সুয়োমোটো) এই আদেশ দেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ৬ ঘণ্টার মধ্যে ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়েছে।
ভিডিও সরিয়ে ফেলার পরে ৩ কার্যদিবসের মধ্যে আদালত লিখিত আকারে প্রতিবেদন জমা দিতে বলেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম ফায়েজ বিষয়টি আদালতের নজরে আনেন এবং ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা চান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার এই ভয়ংকর ভিডিও থাকলে তা বিরূপ প্রভাব ফেলবে।
Leave a Reply