নিজস্ব প্রতিবেদক ;
চান্দিনা উপজেলা ও পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি…
চান্দিনা পৌরসভার আইন থাকার পরেও যদি
এভাবে নিয়ম শৃঙ্খলা না মেনে, আইন কে তোয়াক্কা না করে চান্দিনা বাজারের প্রধান সড়কে বালুর গাড়ি,রড়ের গাড়ি থামিয়ে রাস্তার মধ্যে মালামাল আনলোড করে সাধারণ জনগণের চলাচলে বিঘ্নতার সৃষ্টি করা হচ্ছে।
এই যদি হয় বর্তমানে অবস্থা…! সাধারণ জনগণ তো আর বাধা দিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা এইরকম অনিয়ম বন্ধ করতে পারবে না।
কেউ কোন নিয়ম শৃঙ্খলা ও আইন মানতে নারাজ। এভাবে রাস্তা উপরে যদি গাড়ি থামিয়ে প্রতিনিয়ত মালামাল আনলোড করা হয় , তাহলে কি ভাবে হবে? সেই দিকে আমাদের কোন দৃষ্টি নাই…..!
এইগুলোর দায় ভার কার?
আর আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যতই নিয়ম নীতি এবং আইন থাকুক না কেন..! কিন্তু আইন যদি যথাযথ ক্ষেত্রে যথাযথ প্রয়োগ ও যথাযথ বাস্তবায়ন না করা হয়, তাহলে সাধারণ জনগণ আইন মানবেনা সেটাই স্বাভাবিক।
তবে যদি যথাযথ ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগ ও বাস্তবায়ন করা হয় তবে সাধারণ জনগণ আইন মানতে অটোমেটিক বাধ্য হবে।
আরেকটা কথা, আমরা নিজেরা যদি ঠিক না হই, নিজেরা নিজেদের দৃষ্টিভঙ্গী ও মেন্টালিটি যতদিন পরিবর্তন করতে না পারব ততদিন এই রকম দীর্ঘদিন ধরে চলেতে থাকা অনিয়ম কোন ভাবেই বন্ধ করা সম্ভব হবে না।
নিয়ম শৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগের জন্য যেই সব প্রশাসনের কর্মকর্তাদের কে দায়িত্ব দেওয়া হয়েছে ; তাদের একটু সু-দৃষ্টি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কেননা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সাধারণ জনগণের চলাচলে বিঘ্নতা নিরসন কোন ভাবেই করা সম্ভব হবে না।
(বি:দ্র:):- ভিডিওটা আজ ২৩-০২-২০২২ইং তারিখ, বুধবার বিকাল ৫ টা ৩৪ মিনিটের সময়ে, সোনালী ব্যাংক চান্দিনা শাখার সামনে বাগানবাড়ীতে প্রবেশে রাস্তার মাথায় এই মালগুলো আনলোড করা হয়েছে।
Leave a Reply