নিজস্ব প্রতিবেদক ;
নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর মামলায় বৃহস্পতিবার রাজধানীর রাজাবাজার এলাকা থেকে যশোরের কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বুধবার পুলিশ পরিদর্শক শামসুদ্দোহার দম্ভোক্তি-‘আই অ্যাম এ ব্যাড বয়’ শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর তাকে গ্রেফতার করা হলো। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। স্ত্রীর মামলার পর তিনি পলাতক ছিলেন।
মামলার বাদী ফারজানা খন্দকার তুলির অভিযোগ, শামসুদ্দোহাকে গ্রেফতারের পর তার পরিবারের পক্ষ থেকে মামলার বাদী তুলিকে হুমকি দেওয়া হচ্ছে। তুলি জানান, পারিবারিক মধ্যস্থতায় ২০১৫ সালের ৭ আগস্ট তার সঙ্গে শামসুদ্দোহার বিয়ে হয়।
বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর ভেতর লুকিয়ে থাকা কুৎসিত মানুষটিকে চিনতে শুরু করে তুলি। তারপরও তিনি স্বামীর সংসারে থিতু হন। অন্ধকার অধ্যায় পরিবারের কাছে আড়াল করে বিপথগামী স্বামীকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। কিন্তু তা খুব বেশি কাজে আসেনি।
তুলি জানান, মাদক ও পরনারীতে আসক্ত শামসুদ্দোহা যৌতুকের দাবিতে তার ওপর শুরু করেন শারীরিক ও মানসিক নির্যাতন। অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার কথা বলে তিনি ৪০ লাখ টাকা যৌতুক দাবি করে। কয়েক দফায় ১৫ লাখ টাকাও দেওয়া হয়।
২০২০ সালে তুলির কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান। গত বছর ১২ ডিসেম্বর ফরিদপুরে শ্বশুরবাড়িতে গিয়ে তুলির কাছে ফের ১৫ লাখ টাকা যৌতুক চায়।
টাকা দিতে অস্বীকার করায় তুলিকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি তুলি শামসুদ্দোহাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Leave a Reply