নিয়োগ বিজ্ঞপ্তিঃ
অনালাইনে প্রকাশিত “প্রতিবাদী কন্ঠস্বর” পত্রিকার
জন্য সারাদেশের প্রতিটি জেলা,উপজেলা,থানা ও সিটি কর্পোরেশন,পৌরসভা, ইউনিয়ন,বিশ্ববিদ্যালয় ও কলেজে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হয়ে থাকেন আর সাংবাদিক হিসেবে অনলাইন পত্রিকায় কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে আবেদন করতে পারেন।
যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন মাধ্যমিক (এস.এস.সি/দাখিল) পাশ হতে হবে।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩. সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. মিশুক স্বভাবের অধিকারী হতে হবে।
৫. সৎ,কর্মঠ ও সাহসী হতে হবে।
৬. কাজের চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে।
৭. নেশা ও মাদক মুক্ত হতে হবে।
শর্তসমূহঃ
১. যেই জেলা, উপজেলার বা থানার অধীনে কাজ করতে আগ্রহী সেই জেলা,উপজেলা বা থানার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. নিজের স্মার্টফোন থাকতে হবে।
৩. নিজের ব্যবহৃত একটি ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে।
৪. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৫. কপি নিউজ করা যাবে না পাশাপাশি পুরাতন নিউজ করা যাবে না।
৬. ঘটনার সাথে সাথেই নিউজ করে যতদ্রুত সম্ভব নিউজ পাঠিয়ে দিতে হবে।
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
৯. রাষ্ট্রদ্রোহীতা, স্বাধীনতা বিরোধী এবং উদ্দেশ্য প্রনোদিত ও কাউকে হেও প্রতিপন্ন করে নিউজ করা যাবে না।
১০. সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন, ও চাঁদাবাজি করা যাবে না।
১১. সাংবাদিক পরিচয় দিয়ে বিনা ভাড়ায় সরকারি ও বেসরকারি যানবাহনে চলাচল করা যাবে না।
সুযোগ সুবিধাঃ
১. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতার সম্মুখীন হলে সংবাদকর্মীকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে।
২. মোটরসাইকেলে লাগানোর জন্য পত্রিকার নাম ও লগো সহ স্টিকার এবং একটি করে আইডি কার্ড প্রদান।
৩. পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে পত্রিকা পাশে দাঁড়াবে।
৪. পত্রিকার লোগো সহ প্রতিবছর একটি টিশার্ট দেওয়া হবে।
৫. বিজ্ঞাপনের ৪০% প্রদান করা হবে।
৬. চাকুরি কনফার্মেশন হলে বেতন ভাতা ও বাৎসরিক উৎসব ভাতা প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
প্রথমে ইমেইল করে সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি পাঠানোর পাশাপাশি ;
নিচে দেওয়া লিংকে গিয়ে ফরমটি সঠিকভাবে পূরণকরে সাবমিট করতে হবে।
https://forms.gle/bJG5Jj56La8BFXyt8
অথবা https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN197JuD65hEFA0yGfHou7bhL5LiSDXtI63Q0-dGWHP5h7cw/viewform?usp=sf_link
পাঠানো আবেদনগুলো যাচাই বাছাই করে কেবলমাত্র যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে।
সিভি পাঠাবেন নিচের এই ঠিকানায়, ই-মেইল: pratibadikanthashar@gmail.com
Leave a Reply