নিজস্ব প্রতিবেদক ;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সৃজনশীল বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্প পরিষদের আয়োজনে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ” ২য় বারের মত কুমিল্লা চারুকলা প্রদর্শনী ২০২২ ” এর কার্জক্রম গত ১৮ মার্চ ২০২২ ইং তারিখে চালু হয়েছে।
প্রদশর্নীটি ২৫ মার্চ ২০২২ইং তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীটিতে কুমিল্লা জেলা ও আশেপাশের জেলার ৭১ জন শিল্পীর বাছাই কৃত ২০০ শিল্পকর্ম নিয়ে প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীর চলাকালিন সময়ের কর্মসূচী গুলো নিন্মরূপঃ
🟡২০ মার্চ সকাল ১০:০০ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রতিযোগীদের বাছাইকৃত ছবির প্রদর্শনী।
🟡২২ মার্চ সকাল ১০:০০ জলরঙ ও অ্যাক্রেলিক কর্মশালা।
🟡২৩ মার্চ সন্ধ্যা ০৭:০০ সেমিনার / ভিডিও প্রদর্শনী।
গত১৮ মার্চ বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথিঃ ফারুক আহমেদ পিপিএম (বার) পুলিশ সুপার , কুমিল্লা। শিল্পী নাজমা আক্তার সহ – সভাপতি , বাংলাদেশ চারুশিল্পী পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন শিল্পী চন্দন দেব রায় সভাপতি, পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ।
এবং ২৫ মার্চ বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। মাননীয় সংসদ সদস্য কুমিল্লা -৬, বিশেষ অতিথিঃ মেহেরুন্নেছা বাহার, সভাপতি কুমিল্লা ডায়াবেটিক সমিতি। অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সৃজনশীল সংগঠক, সৃজনশীল বাংলাদেশ। পাশাপাশি উপস্থিত থাকবেন শিল্পী আইনুল হক মুন্না।সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন,শিল্পী উত্তম গুহ উপদেষ্টা ,পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন শিল্পী গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ। সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, জেলা কালচারাল অফিসার ;জেলা শিল্পকলা একাডেমি , কুমিল্লা এবং উদীয়মান তরুণ শিল্পী তানজিরুল ইসলাম সাগর।
এছাড়া প্রদর্শনীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিদিন বর্ণাঢ্য আয়োজন থাকবে।
Leave a Reply