মোঃ আজাদ হোসেন
বিশেষ প্রতিনিধি, চান্দিনা উপজেলা।
অধ্যক্ষ মনিরুল ইসলামের করা সাজানো মিথ্যা মামলা ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রিয় সাংবাদিক ভাইয়েরা , আসসালামু আলাইকুম । অধ্যক্ষের মিথ্যা মামলা ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে আজ ২৪ মার্চ ২০২২ ইং তারিখের সংবাদ সম্মেলন । গত ১৬-০৩-২০২২ ইং তারিখ কিছু স্থানীয় ও জাতীয় পত্রিকায় শিরোনাম হয় “ অধ্যক্ষের উপর হামলায় ছাত্রলীগের ৩ নেতা আটক ” যা একটি মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত এবং রাজনৈতিক ভাবে আমাদের হেয় করার জন্য বিষয়টি সাজানো হয়েছে।
উল্লেখ যে গত ০৭ ই মার্চে চান্দিনা রেদোয়ান আহমদের কলেজ একটি আলোচনা সভা হয়েছিল, যেটিতে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা তাদের বেনারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কোন ছবি ব্যবহার করেন নাই,এটাতেই প্রতিয়মান হয় যে তারা স্বাধীনতা বিরোধীদের দোষর।
গত ০৭ ই মার্চের অনুষ্ঠানের আলোচনা সভার বেনারে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কোন ছবি ব্যবহার করেন নাই।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকি উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ শাখার নেতৃবৃন্দদের নিয়ে একটি আলোচনা সভা করার জন্য ১৫-০৩-২০২২ ইং তারিখ সকাল ৯:৩০ মিনিটের সময়ে উক্ত কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের অফিস কক্ষে অনুমতির জন্য গেলে তিনি উক্ত কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে, হামকি ধমকি দেয় এবং খারাপ আচরন করে একটি পর্যায়ে অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম বলেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে অনুষ্ঠান তো দূরের কথা, ছাত্রলীগের কোন নাম নেওয়া যাবে না।
আনুমতি না পেয়ে আমরা অধ্যক্ষের রুম থেকে বাহির হয়ে গেইটে চলে আসি । আমাদের সাথে থাকা মোঃ আজাদ হোসেন একজন সাধারণ ছাত্র এবং সাথে তার একটি হোল্ডা ছিল । সে তাহার হোল্ডাটা কলেজের গেইটের সামনে রেখে কলেজের ভিতরে প্রবেশ করে । তখন গেইটে কোন পিয়ন ছিল না । সে যখন কলেজের গেইটের সামনে আসে তখন পিয়ন তাকে বলে যে , “হোল্ডাটা গেইটের সামনে কেন রাখলি”? এই বিষয়টা নিয়ে পিয়ন আজাদকে গালাগালি করে, এক পর্যায়ে আজাদ পিয়নকে গালাগালি করে কেন সিটির প্রতিবাদ করাতে পিয়ন মারমুখী হয়ে সাথে আজাদের তর্ক বিতর্ক শুরু করে । আমরা তাদের তর্ক বিতর্ক থামানোর জন্য আসি । একটি পর্যায়ে অধ্যক্ষ রুম থেকে বাহির হয়ে আসে । এসে জিঙ্গাস করে এখানে কি হয়েছে? পিয়ন নিজে গালাগালির ও তর্কের বিষয় না বলে উল্টো অধক্ষকে বলেন যে, স্যার ওরা আমার সাথে তর্ক করতেছে । তখন অধ্যক্ষ বলে সালার বেটারারে পিটা।
আহত কলেজ ছাত্র মোঃ আজাদ হোসেন।
তখন কয়েকজন শিক্ষক ও কর্মচারী মিলে আমাদের উপর হামলা করে । এক পর্যায় অধ্যক্ষ মনির স্যার বাগান পরিষ্কার করার একটি ছেনি দিয়ে আজাদের মাথায় কোপ দেয় । তখন আজাদ মাটিতে পড়ে যায় পরবর্তীতে আমরা আজাদকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই । কর্তব্যরত চিকিৎসক আজাদকে ভর্তি দেয় ।
আজাদ ও আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে ১৬-০৩-২০২২ ইং সকাল ১১:০০ ঘটিকায় কলেজের সামনে রাস্তার পাশে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন করি । ওই মানববন্ধনে অধ্যক্ষ তার বহিরাগত ক্যাডার বাহিনী দিয়ে মানববন্ধনে হামলা করে ব্যানার ছিনিয়ে নেয় এবং আমাদের উপর হামলা করে, এমনকি থানায় কল করে।থানা থেকে পুলিশ এসে আমাদের ০৩ জনকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ জিঙ্গাসাবাদ করে আমাদেরকে ছেড়ে দেয় । শুধু হামলা করেই অধ্যক্ষ খ্যান্ত হন নাই।
পরবর্তীতে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এলডিপির মহাসচিব রেদোয়ান সাহেবের নির্দেশে আমাদের বিরুদ্ধে কোর্টে একটি মিথ্যা মামলা করা হয়। আজ এই মিথ্যা মামলা থেকে আমরা জামিনে আসি।
দুটি ছবি ভালো ভাবে দেখলেই বুঝা যায় যে অধ্যক্ষ নিজে থেকে বেন্ডেজ লাগিয়ে নাটক সাজিয়েছে।
বলা বাহুল্য অন্য দিকে উল্টো অধ্যক্ষ মনিরুল ইসলাম আমাদের বিরুদ্ধে যে নাটক সাজিয়ে মিথ্যা মমলা দিয়েছে তার প্রমান নিচে দেওয়া হল।
উল্লেখ্য যে , ছাত্রলীগ করার কারনে ২০১৮ সালে অধ্যক্ষ দ্বাদশ শ্রেনির ২ জন ছাত্রকে তার অফিসে ডেকে নিয়ে চাপাতি দিয়ে তাদের ২ জনকে কুপিয়ে জখম করে । ওই ঘটনার কারনে তিনি ২০১৮ সালে ২১ দিন জেল খাটেন এবং ওই মামলাটি এখনো চলমান রয়েছে।
অধ্যক্ষ মনিরুল ইসলামের করা সাজানো মিথ্যা মামলা ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে আজ ২৪ মার্চ২০২২ইং তারিখের সংবাদ সম্মেলনের উপস্থাপনা করেন কাজী জামিল আহমেদ। সভাপতি, চান্দিনা রেদোয়ান আহমদের কলেজ শাখা ছাত্রলীগ। অন্যান্যদের মধ্যে উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ সামিরুল খন্দকার রবি, সাবেক ০১ নং সাংগঠনিক সম্পাদক, চান্দিনা উপজেলা ছাত্রলীগ, কাজী ইমদাদুল হক (জয়) যুগ্ম সাধারণ সম্পাদক, চান্দিনা পৌর ছাত্রলীগ এবং ছাত্রলীগ নেতা আকতার হোসেন রানা ও মোঃ আজাদ হোসেন, সদস্য, চান্দিনা রেদোয়ান আহমদ কলেজ শাখা ছাত্রলীগ।
Leave a Reply