মো: আজাদ হোসেন ;
বিশেষ প্রতিনিধি,চন্দিনা উপজেলা।
কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া এর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ৩ জন ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো.শাহজালাল মিয়া শিপন। আবেদনের প্রেক্ষিতে আসামিদের জামিন মঞ্জুর করা হয়।
জামিনপ্রাপ্তরা হলেন ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি(২৩) ও রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল আহমেদ (২২)। এর আগে গত ২১ মার্চ চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বাদি হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
Leave a Reply