মোঃ আজাদ হোসেন;
বিশেষ প্রতিনিধি,চান্দিনা উপজেলা।
কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া সহ আরো ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জন কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (২২ মার্চ) রেদোয়ান আহমেদ কলেজের শিক্ষার্থী মো. আজাদ হোসেন বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, পিয়ন এমরান হোসেন রাজন, উপাধ্যক্ষ মো.আবু হানিফ ভুইয়া, সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, মো. আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন ভূইয়া, প্রভাষক মো. রুহুল আমিন।
মামলা সূত্রে জানা যায়, গত (১৫ মার্চ) কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. আজাদ হোসেন ও কলেজ ছাত্রলীগ সভাপতিসহ ৩/৪ জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ এর পড়ানোর অধ্যক্ষ মো. মনিরুল ইসলামের নিকট মৌখিক ভাবে অনুমতি চাইতে গেলে উত্তেজিত হয়ে ছাত্রদের অফিস থেকে বের করে দেয়। এসময় অফিস থেকে বের হয়ে কলেজের ফটকের সামনে আসলে পূর্বপরিকল্পিত ভাবে অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে মামলার অপরবাদীরা হামলা করে। এসময় লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে অধ্যক্ষ অফিস থেকে ছেনি এনে শিক্ষার্থী আজাদ কে কুপ দিলে তার মাথায় গুরুতর জখম হয়। এছাড়াও ২ নং বিবাদী ২ নং সাক্ষীর পকেট থেকে ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চিৎকার আশেপাশে ছড়িয়ে গেলে সাধারণ মানুষ এসে বাদী ও সাক্ষীদের উদ্ধার করে। পরে গুরুতর আহতবস্থায় শিক্ষার্থী আজাদ কে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে চান্দিনা থানার ওসি কে আগামী ২৪ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।
তথ্য সূত্রঃ সিএইচ নিউজ।
Leave a Reply