নিজস্ব প্রতিবেদক ;
কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা এবং অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) ২০২২ইং দুপুর ১২টার দিকে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও চান্দিনা উপজেলার দুই বারের সফল সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোসলেহ উদ্দিন।
উক্ত মতবিনিময় সভা শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়ও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সায়েম, গাজী মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সহ-সভাপতি মান্নান ভূঁইয়া, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান জনি।
এছাড়াও অন্যান্য দের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মাও. আবু সুফিয়ান, নাজমুল হাসান সজিব, আবু মুছা জনি, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দারুস সালাম শুভ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ সরকার, চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ; বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম , বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সুমন ভূঁইয়া, আবু ইউসুফ, সহ চান্দিনা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।
Leave a Reply