জাহিদুল ইসলাম ;
জেলা প্রতিনিধি, (নীলফামারী)
ডিমলা উপজেলা বিশেষ প্রতিনিধি,
নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন “০৮নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন” এর চেয়ারম্যান ও ইউনিয়ন সচিবের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ায় ৪ জন ইউপি সদস্যকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরের এ ঘটনাকে কেন্দ্র করে রাতে ইউপি সদস্য লিলি আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। গত ১৮ ডিসেম্বর ঝুনাগাছ “চাপানি ইউপি” চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ও ইউপি সচিব সুভাস চন্দ্র রায়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইউপির ৯জন নির্বাচিত সদস্যগন লিখিতভাবে নীলফামারীর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগের কারনে সোমবার দুপুরে ইউপি কার্য্যালয়ের ৪ জন ইউপি সদস্যকে লাঞ্চিত করেন চেয়ারম্যানের লোকজন। ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের উপস্থিতে ১-৩ ওয়ার্ডের মহিলা সদস্য আনোয়ারা বেগম, ৪-৬ ওয়ার্ডের সদস্য লিলি আক্তার, ২নং ওয়ার্ডের আব্দুর রশিদ, ৪নং ওয়ার্ডের অহিদুজ্জামানকে লাঞ্চিত করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ০১ বছর হলেও সদস্যদের নিয়ে সভা না করে চেয়ারম্যান একক সিদ্ধান্তে সকল কার্যক্রম, টিআর কাবিখাসহ সরকারি সকল উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পক্ষপাতিত্ব, সরকারী ত্রান বিতরনে অনিয়মসহ ইউপি সদস্যদের হুমকি-ধামকির কারনে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর থেকে ইউপির সকল সদস্যগন চরম নিরাপত্তাহীতায় রয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেলায়েত হোসেন বলেন, রংপুর সিটি নির্বাচনের কারনে রংপুরে আছি। ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ৪জন ইউ পি সদস্যরা লাঞ্চিত হয়েছেন, তা যদি তদন্ত সাপেক্ষে প্রমানিত হয় তাহলে এবিষয়ের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান কোনভাবে দায়িত্ব এড়াতে পারেন না। বিষয়টি তদন্ত করে আইন সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায় বলেন, ইউপি সদস্য লিলি আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ০৮নং ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, সোমবার দুপুরে শুকনো প্যাকেট বিতরনকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সাথে ইউপি সদস্যদের ঝগড়া বাধে আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাকে প্রশ্ন করায় ইউপি চেয়ারম্যান বলেন যে, বিষয়টি সত্য নয়। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ গুলো করেছেন।
Leave a Reply